বিস্তারিত
  • দেশসেরা উদ্যোক্তা হলেন বিশ্বনাথের সুরমান আলী সুমন


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 November, 2020, 5:12 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:- ‘বাড়ছে সেবার বহর-গ্রাম হবে শহর’ শ্লোগানে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সকল সেবা সহজে দ্রুত ও কম খরচে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এই প্রক্রিয়ায় নাগরিকের জীবনমানে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন।

    তৃণমূল জনগণকে ই-সেবা সম্পর্কে অবহিতকরণ, মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ এ ই-সেবা প্রদান ও প্রতিবেদন জমাদান, ব্যাংকিং কমিশন পয়েন্ট, একসেবায় রিপোর্ট প্রদান, ডিজিটাল সেন্টার ফেসবুক গ্রুপে সক্রিয় উপস্থিতি, উদ্যোক্তা কল্যাণ ফান্ড গঠনে ভূমিকা, জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে সরব উপস্থিত, ই-কমার্স ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সামগ্রিকভাবে ডিজিটাল সেন্টারের কার্যক্রমে অবদান রাখার জন্য ২০২০ নিম্নোক্ত ৩জন দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা- ২০২০ হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার শংকরচন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. আল-হেলাল, যশোর জেলার আরবপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এস. এম. আরিফুজ্জামান ও বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সুরমান আলী সুমন।

    সুরমান আলী সুমন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের হাজী মো. আত্তর আলী ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ