বিস্তারিত
  • মহানবী’র ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় : বিশ্বনাথের রশিদপুরে বিশাল মানববন্ধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 November, 2020, 2:56 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:- ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রতিবাদে আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্বনাথে সিলেট-ঢাকা মহাসড়কের রশীদপুরে মানববন্ধন করেছে স্থানীয় মুসলিম জনতা।

    জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে সকাল থেকে ব্যানার, ফেষ্টুন নিয়ে দলে দলে যোগদান করেন বিভিন্ন গ্রাম, মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ সর্বস্থরের বিপুল সংখ্যক মুসলিম জনতা।

    মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির সভাপতি শেখ মোমিন মর্তুজা শিপনের সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ আমির আলী ও সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব আহমদ এর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুরুয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আখতার আলী, শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাসার সুপার শেখ সাহিদুর রহমান, হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) ইসলামী ইন্সটিটিউটের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন, বিশ^নাথ পৌর আল-ইসলাহর সদস্য সচিব শেখ শাহজাহান, রশিদপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল জলিল, হিমিদপুর মসজিদের খতিব মাওলানা মামুন শাহরিয়ার, উত্তর ধর্মদা মসজিদের খতিব হাফিজ কয়েছ আহমদ, ইউপি সদস্য আব্দুস শহিদ আব্দুল মুমিন মামুন, সংগঠক সাহিবুর রহমান সালাম, আসাদুজ্জামান নূর আসাদ, হাবিবুর রহমান, মনির আহমদ, সুহেল আহমদ, মো. দয়াল উদ্দিন, ইমাদ তালুকদার, সুমন মাওন, রিপন আহমদ, ফয়জুল ইসলাম জয় প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী হাজী হিরণ মিয়া, শেখ মো. নুর মিয়া, জনমঙ্গল ঈদগাহ কমিটির মোতাওয়াল্লী ইজার আলী, শেখ মনির মিয়া, হাজি ধন মিয়া, হাজী মাসুক মিয়া, সেলিম মিয়া, মজনু মিয়া, মনোফর আলী, ফারুক আহমদ, তৈমুছ আলী, মুজিবুর রহমান বাছন, ছোরাব আলী, আছাই মিয়া, আরজমন্দ আলী।

    অন্যান্যদের মধ্যে উপস্থি ছিলেন, ইমরান আহমদ সুমন, সুবেল চৌধুরী, রফিক মিয়া, আব্দুল খালিক, জসিম আলী, শেখ ফজর রহমান।

    উপস্থি ছিলেন জনমঙ্গল ঈদগাহ যুব কমিটির, সহ-সভাপতি সুহেল রানা, সালেক আহমদ, ইমরান হোসেন, মুহিবউদ্দিন সুজেতা, রায়হান আহমদ, আজিজুর রহমান মস্তফা, সহ-সাধারণ সম্পাদক, শিবলু আহমদ, নুরুল ইসলাম মুবিন, রিপন মিয়া, সাংগঠনিক লুৎফুর রহমান, শেখ রাহিন আহমদ, প্রচার সম্পাদক মোসাহিদ আলী, শেখ আবজল হোসেন, সদস্য আব্দুল কাউসার সাজন, সেবুল মিয়া, আব্দুন নুর, জাহাঙ্গীর আলী, মাছুম মিয়া, আশরাফুল, মাছুম মিয়া, তোফায়েল হোসেন, মমশির আলী, সজ্জাদ আলী, জাহেদ আহমদ, জামাল উদ্দিন, হেলাল, সেলিম, রায়হান আহমদ, ইকবাল হোসেন, শানুর আলী, সুমন আহমদ, রফিক আলী, আলী হোসেন, রেজওয়ান আহমদ, খালেদ আহমদ, আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম, মকবুল হোসেন, তাজ উদ্দিন।

    প্রতিবাদ সভায় ব্যানার নিয়ে যেসব সংগঠন গুলো উপস্থিত ছিল, তাদের মধ্যে ইউডিসি উত্তর ধর্মদা ক্লাব, কুতুবপুর গ্রামবাসি, মানবতা রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা, এইচপি রয়েল ক্রিকেট ক্লাব হিমিদপুর, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা হিমিদপুর, অগ্রযাত্রা অয়েল ফেয়ার এসোসিয়েশন রামপুর (দুলালী), ন্যাশনাল স্পোটিং ক্লাব আলীনগর সাবসেন, বেতসান্দি ফকিরেরগাঁও যুবসংঘ, রশিদপুর গ্রামবাসি, পিএসপি আইডিয়াল এসোসিয়েশন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ