বিস্তারিত
  • পুলিশের মামলায় বিশ্বনাথে বিএনপি’র আসামী হলেন যারা


    বিশ্বনাথ বিডি ২৪ || 31 October, 2020, 8:19 PM || বিশ্বনাথ, রাজনীতি


    বিশ্বনাথবিডি২৪:-সরকারি কাজে বাঁধা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখা, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাধি বহনকারী পিকআপ গাড়ি ভাংচুর এবং হামলার অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশের এসআই নূর হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদউদ্দিন খান-কে প্রধান আসামি করে বিশ্বনাথ উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৫ জনের নাম উল্লেখ করে ও আরও ১২০জনকে অজ্ঞাতনামা আসামি রেখে মামলা দায়ের করেন। মামলা নং ২০।

    মামলার আসামীরা হলেন দশঘর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এমাদউদ্দিন খান, উপজেলা বিএনপি’র সদস্য আরব খান, পৌর বিএনপি’র সদস্য নূর উদ্দিন, আব্দুর রহমান খালেদ, ফরিদ আহমদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, হিফজুর রহমান, যুবদল নেতা গোবিন্দ মালাকার, আবেদুর রহমান আছকির, সুলতান মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, ছাত্রদল নেতা আব্দুল মোমিন কালু, মিছবাহ খান, নিজাম উদ্দিন, আতিনুর রহমান আতিনুর, নাজমুল হাসান শিমুল, দিলু মিয়া, রেজাউল করিম রাজু, মখলিছুর রহমান, জানু মিয়া, আব্দুর রউফ, আব্দুর রব, সুলতান খান, আনোয়ার, জাকির আহমদ, জাহেদ, বেলাল, সালমান, সাইদুর রহমান, নজরুল ইসলাম হান্দু মিয়া, রুপু মিয়া, রাসেদ মিয়া, লিপু মিয়া, তেরাব আলী।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ