বিস্তারিত
  • বিশ্বনাথ পৌরসভায় অর্ন্তভূক্তি না করলে আন্দোলনে নামবে জনগণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 24 October, 2020, 4:15 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃ-নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় বিশ্বনাথ সদর ইউনিয়নের সন্নিকটের যে সকল গ্রাম, মৌজা, পৌরসভায় অর্ন্তভূক্ত হয়নি সেইসব গ্রাম ও মৌজাকে পৌরসভায় অর্ন্তভুক্তি করার দাবিতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৪ অক্টোবর) নাজিরবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনষ্ঠিত হয়।

    সভায় বক্তারা, উপজেলা সদরের সন্নিকটের গ্রামগুলোকে বাদ দিয়ে ৫-৭কিলোমিটার দুরের গ্রামগুলোকে অর্ন্তভূক্তি করায় ক্ষোভ প্রকাশ করো বলেন, বাদ পড়া গ্রামগুলোকে পৌরসভায় অর্ন্তভুক্ত করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন।

    এছাড়া এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে হুশিয়ারী দেন তারা।

    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইরণ মিয়ার সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা শেখ মো. আজাদ ও সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুলের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আবুল কালাম কছির, স্থানীয় মুরব্বী আনছার আলী, আওয়ামী লীগ নেতা শেখ নুর মিয়া, ফারুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী এম. মজনু মিয়া, সিতাব আলী, স্থানীয় মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, আব্দুল মুমিন মামুন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, বিএনপি নেতা জামাল আহমদ, আসাদুজামান নূর আসাদ,

    বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মূল আলী রাজু, যুবলীগ নেতা ফজলুর রহমান ফজলু, মনোহর মুন্না, বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, ব্যবসায়ী মফিক মিয়া, টিপু আলী, সংগঠক হাজী ফজলুর রহমান, নাজিমউদ্দিন রাকিব, ছাত্রদল নেতা হোসাইন আহমদ প্রবেল।

    এসময় সমাজকর্মী ফারুক আহমদ, মাসুক মিয়া, নুরুল ইসলাম, শাহ ফয়েজ আহমদ সেবুল, মোহাম্মদ আমির আলী, হাবিবুর রহমান, আবু সাঈদ, মিনহাজুর রহমান, লাল মিয়া, আব্দুস শহিদ, শাহিন মিয়া, এস. এম. সুহিন, কয়েস মিয়া, ফয়জুল ইসলাম জয়, আরকুম আলী, শিপন আলী, আব্দুর রুপ, সাইদুর রহমান, ফয়জুল ইসলাম, আবুল বাসার, রুমেল আলী, মাহবুবুর রহমান, মুশফিকুর রহমান, মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, সেলিম মিয়া, নজরুল ইসলাম, কামরান হোসেন, আবুল মিয়া, আমির আলী, আছাব আলী, আতিকুর রহমান, আখতার হোসেন, নেছার মিয়া, মিজান আলী, ফখর উদ্দিন, মক্রম আলী, ইসমাঈল আলী, আব্দুল হান্নান, তৈয়ব আলী, ফজর আলী, নাজিমউদ্দিন রাহিন, আব্দুস সালাম, ইমরোজ, তাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ