বিস্তারিত
  • জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে চলছেন, বিশ্বনাথের সৎপুর মাদ্রাসার অধ্যক্ষ


    বিশ্বনাথ বিডি ২৪ || 09 October, 2020, 6:30 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃ- দীর্ঘ ১৩ মাস পূর্বে সৎপুর দারুল হাদিছ কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদ থেকে অব্যাহতির আবেদন করেন মো. আজাদুর রহমান। ১৩ মাস অতিবাহিত হওয়ার পরও আবেদন গ্রহন করেননি মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ নোমান। অব্যাহতিপত্র গ্রহন করতে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা বরাবরে আবেদন করেন আজাদুর রহমান। (স্মারক নং ০৫, ৪৫, ৯১০০১৭, ০৬, ০০২, ১১, ২৮৩)

    কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে অব্যাহতিপত্র গ্রহন করেননি মাদ্রাসার অধ্যক্ষ।

    এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ নোমান বিশ্বনাথবিডি২৪ ডটকম-কে বলেন, আজাদুর রহমানের অব্যাহতিপত্র একসেপ্ট করা হয়েছে। আজাদুর রহমান-কে বাদ দিয়ে শুন্য পদ ঘোষণা করেছেন কি এমন প্রশ্নে অধ্যক্ষ বলেন, আনুষ্ঠানিকভাবে আজাদুর রহমান-কে জানানোর কোন বিধান নেই।

    এদিকে সৎপুর দারুল হাদিছ কামিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদ থেকে পুণঃরায় অব্যাহতি চেয়ে চলতি মাসের ৭ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবরে আবেদন করেন মো. আজাদুর রহমান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ