বিস্তারিত
  • আন্তর্জাতিক অহিংস দিবসে বিশ্বনাথে পিএফজি’র মানববন্ধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 03 October, 2020, 5:58 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃ-‘সংঘাত নয়, সম্প্রীতি স্লোগানে’ বিশ্বনাথে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধর পালন করা হয়েছে।

    আজ শনিবার (৩রা অক্টোবর) বিকেলে ‘বাসিয়া সেতুর’ ওপরে পিস ফ্যাসিলিটেঁটর (পিএফজি) উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    শাখার এ্যাম্বাসেডর আসাদুজ্জামানের সভাপতিপত্বে ও কো-অর্ডিনেটর তজমুল আলী রাজু’র পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিএফজি বিশ্বনাথ শাখার এ্যাম্বাসেডর নাসরিন জাহান, আহমদ নুরউদ্দিন, সদস্য শাহ ফয়েজ আহমদ সেবুল, হাজি আব্দুল মতিন, প্রভাষক আফিয়া বেগম, জয়নাল আবেদিন, জয়নাল মিয়া, তরিকুল ইসলাম, ফরিদ মিয়া, রেসনা বেগম, নাজমা বেগম, বদরুল ইসলাম মহসিন, হোসাইন আহমদ শাহিন, স্বপ্না শাহিন, পিএফজি জেলা কো-অর্ডিনেটর হাফিজুর রহমান নোমান।

    অন্যান্যের মধ্যে সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, সংগঠক আনহার আলী, চন্দন আহমদ, আব্দুল কাইয়ুম, বদরুল ইসলাম, দিলোয়ার হোসেন সবুজ, মো. উদ্দিন, লোকমান হোসেন, শামসুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ