বিস্তারিত
  • তৃণমূলের সমর্থন পেলেন জবেদুর রহমান


    বিশ্বনাথ বিডি ২৪ || 29 September, 2020, 6:20 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪:- দীর্ঘ ১৭ বছর পর বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এরইমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যস্ত। অনেক প্রার্থী আবার ইউনিয়ন ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরতে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

    এতো বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখে ভোটাররাও আনন্দিত। গত ২৪ সেপ্টেম্বর এ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূলের সমর্থন পেয়েছেন জবেদুর রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

    সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের প্রার্থী বাছাই উপলক্ষে দশঘর ইউনিয়ন পরিষদ হলরুমে এক সভা শেষে ইউনিয়নের তৃণমূলের ভোটে জবেদুর রহমান নির্বাচিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসিরউদ্দিন খান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীষস্থানীয় নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিন্ধান্ত গ্রহনের পর প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক দেয়া হবে।

    উল্লেখ্য, ২০০৩ সালে অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের সফিকউদ্দিন আহমদ। ২০১২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদ চলে আসছিল। এরপর মামলা জটিলতার কারণে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকে। অবশেষে আগামী ২৯ অক্টোবর দশঘর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ