বিস্তারিত
  • বিশ্বনাথে পূজা উদযাপন পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 18 September, 2020, 9:02 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথবিডি২৪ঃ- বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক প্রতিনিধি সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শ্রীশ্রী শনি মন্দির প্রাঙ্গন অনুষ্ঠিত হয়েছে।

    সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ট-সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজন করাসহ সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে।

    সভার শুরুতে গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ-সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংস্কৃতিক সম্পাদক শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রনজিত ধর রন, জ্যোতির্ময় দে মতি, রুনু কান্ত দে, বিদ্যাভূষন চক্রবর্তী, অধির পাল, রবিন্দ্র মালাকার, সুবিনয় মালাকার, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কাজল মালাকার, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, সহ কোষাধ্যক্ষ নেপাল দেব, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, আইন বিষয়ক সম্পাদক নন্দ লাল বৈদ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক নির্মল সরকার, পূজা সম্পাদক বিজয় দেব, সহ পূজা সম্পাদক সুমন দেব, কার্যনির্বাহী সদস্য বিজিত সরকার, পার্থ সারথী দাশ পাপ্পু, মাস্টার রিপন দাশ, রিপন সাহা রায়, রঞ্জু মালাকার, অকিল বৈদ্য, জয়দ্বীপ সরকার, বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষে শশাংঙ্ক বৈদ্য, মাস্টার কুমোদ চন্দ, শিল্টু দাশ, বিভিন্ন পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষে বিষু দেব, আরান পাল, বকুল মালাকার, বিষু দেব-২, শিল্টু বৈদ্য, পরিমল নাথ, রানা সরকার, নির্মল দেবনাথ, ধীরেন্দ্র সরকার লেচু, সুজিত বৈদ্য, ভূষণ কর, সৌমিত্র ধর মিশু, পুলক সিংহ, অজিত বৈদ্য, চন্দন দেব, শ্যামল দাশ, নন্দ লাল সরকার, জয়ন্ত বৈদ্য, পবিত্র রঞ্জন দাশ, নানু মালাকার, কালাচান বৈদ্য, টপেশ বৈদ্য। সভায় উপস্থিত ছিলেন সুভাষ দেব, বিজয় বৈদ্য বারিন্ড, চন্দন দাশ, রিপন দাশ, অরবিন্দু বৈদ্য, সঞ্জিত বৈদ্য, সুমন দেব, বিরাজ সেনাপতি, গোবিন্দ মালাকার, রনজিত ধর, হারান পাল, বিধান বৈদ্য, সুবোধ বৈদ্য, গৌরাঙ্গ কুমার চন্দ, জয়জিত বৈদ্য, রিন্টু কর, নারায়ণ মালাকার, রিপন সাহা, বিষ্ণু দে, অমিত দেব, জয় দেবনাথ, নির্মল দেবনাথ, সৌরভ বৈদ্য, বিজয় বৈদ্য, মিল্টন দাশ, রিপন বৈদ্য, দিলীপ কুমার দাশ, বিশ্বজিত সরকার, অজিত কুমার বৈদ্য, গপেশ বৈদ্য, বিকাশ দত্ত, শিল্টু বৈদ্য, সুরঞ্জিত বৈদ্য, সুবোদ দাশ, পবিত্র দাশ, নন্দ গোপাল সরকার, রিপন লাল দাশ, সুবিনয় ধর, বিকাশ মালাকার, প্রসেনজিৎ দেব, নিখিল দেব, বিশ্বজ্যোতি সূত্রধর, গোপাল রায়, রাজিব কান্তি দাশ, রিংঙ্কু দেব, মিতুল দাশ, ধীরেন্দ্র দেবনাথ, সবুজ দাশ উপস্থিত ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ