বিস্তারিত
  • বিশ্বনাথে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার পরিদর্শন করেন ব্যারিষ্টার আবরার ইলিয়াস


    বিশ্বনাথ বিডি ২৪ || 28 July, 2020, 1:44 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ-বিশ্বনাথে কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার পরিদর্শন করেছেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্নব। এসময় তিনি বলেন, কামরুল রেজা ছিলেন একজন সৎ এবং মেধাবী সংগঠক। কামরুল রেজার স্মৃতি ধরে রাখতে প্রতিষ্ঠা লাভ করে তাঁরই নামে গ্রন্থাগার। সেই গ্রন্থাগার থেকেই বিশ্বনাথে শিক্ষার্থীরা উপকার পাবে এবং উপকৃত হবে। তিনি আরো বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ সত্য-মিথ্যা, ভালো-মন্দ চিনতে পারা যায়। বই পড়ার মধ্য দিয়ে আমরা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। আর গ্রন্থাগার হচ্ছে বই পড়ার বিশাল জগৎ। বইয়ের সঙ্গ আমাদের সবার কাম্য। নয়তো দিন দিন আমাদের চারপাশের মানুষগুলো মাদক, জুয়া, ফেসবুকের মতো ভয়ানক নেশায় ডুবে যাবে। এসময় উপস্থিত ছিলেন কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার এর উপদেষ্টা, কাওছার আহমেদ বাপ্পি, এমদাদ হোসেন নাইম, রাসেল আহমদ, বিশ্বনাথ পৌরসভা বিএনপির সদস্য আব্দুর রহমান খালেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল এর সাবেক সদস্য আব্দুস শহিদ আলেক্স, এনামুল হক, সজিব আহমদ, কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগার এর পৃষ্টপোষক ও পৌর ছাত্রদল নেতা ফখরুল রেজা, জুনেদ আহমদ, একে রাজু ,শাহ টিপু, আব্দুল কাইয়ুম, বকুল আহমেদ, নাজিম আহমদ, মামুন আহমদ প্রমুখ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ