বিস্তারিত
  • বিশ্বনাথে বন‌্যায় তলিয়ে গেছে ঘর-বাড়ি


    বিশ্বনাথ বিডি ২৪ || 14 July, 2020, 5:01 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ- বিশ্বনাথে বন‌্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেনা। চারিদিকে বাড়ছে পানি। বন‌্যায় লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়নের অধিকাংশ বাড়ি-ঘর ও রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে। নতুন করে উজানের নেমে আসা পাহাড়ী ঢলে ও অনবরত বৃষ্টির ফলে উত্তর বিশ্বনাথ এলাকার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর, কাজিরগাঁও, আকিলপুর, তিলকপুর, কিশোরপুর, রামপুর, তবলপুর, হোসেনপুর, গোমরাগুল, ঘাসিগাও, পাহাড়পুর, ফুলচন্ডি, কাইমগঞ্জ, মুছেধর, ছহিফাগঞ্জবাজার মুফতিবাজার, খাজাঞ্চীষ্টেশনবাজার, পাকিছির গ্রাম, বন্দুয়া, নওয়াগাঁওসহ আরো বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্ধি হয়ে পড়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তালুকদার গিয়াসউদ্দিন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস‌্যবৃন্দ। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম‌্যান, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ বন‌্যা দূর্গত এলাকা পর্র্শিন করেন।

    এলাকাবাসি খাজাঞ্চী ও লামাকাজি ইউনিয়ন-কে বন‌্যা দূর্গত এলাকা ঘোষনা ও ক্ষতিগ্রস্থ পরিবারের মধ‌্যে ত্রাণ সামগ্রী পৌছে দেয়ার জন‌্য সরকারের প্রতি জোরদাবী জানান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ