বিস্তারিত
  • বিশ্বনাথে ৩৮তম বিসিএস ক্যাডারে উর্ত্তীণ দ্বিপন রঞ্জন দাস সংবর্ধিত


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 July, 2020, 11:49 AM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ-বিশ্বনাথ পৌরসভার দ্বিপন রঞ্জন দাস ৩৮তম বিসিএস ক্যাডারে উর্ত্তীণ হওয়া সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা সংবর্ধনা প্রদান করেছে। আজ ১১ জুলাই গন্ধারখাপন গ্রামের তার নিজ বাড়িতে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার পিতা অদৈত্ব রঞ্জন দাশ ও চাচা আল ইশাদ লতিফিয়া মাদ্রাসা সিনিয়র শিক্ষক সমিরঞ্জন দাশ উপস্থিত ছিলেন। সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনা বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এসএ সাজু, উপজেলা কৃষকলীগ নেতা আরশ আলী, সংগঠক সুজিত বৈদ্য, শামীম আহমদ, ব্যবসায়ী নিকিল রঞ্জন দাশ। উল্লেখ্য, দারিদ্রতাকে জয় করে নিজের মেধা ও চেষ্ঠাকে কাজে লাগিয়ে ৩৮তম বিসিএস ক্যাডারে উন্নীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামের অদ্বৈত্য রঞ্জন দাসের পুত্র দ্বিপন রঞ্জন দাস। পরিবারে লেগে থাকা টানাপোড়নও তাকে আটকাতে পারেনি নিজের লক্ষ্যে পৌঁছা থেকে। সকল বাঁধাকে পেছনে ফেলে সম্বলহীন বাবাকে এনে দিয়েছেন স্বপ্ন দেখার সুযোগ। আর বিনির্মান করেছেন নিজের এক সুন্দর ভবিষ্যৎ।মেধাবী শিক্ষার্থী দ্বিপন রঞ্জন দাস বর্তমানে ৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে বন বিভাগে সহকারি বন সংরক্ষণ হিসেবে মনোনীত হয়েছেন। দ্বিপন চন্দ্র দাস বর্তমানে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ষ্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাসিষ্ট্যান্ড অফিসার হিসেবে কর্মরত আছেন।দ্বিপন চন্দ্র দাস ২০০৫ সালে বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১১ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি-ইন-এগ্রিকালচারে অনার্স ও ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষায় মাষ্টার্স পাস করেন।এব্যাপারে দ্বিপন রঞ্জন দাস জানান, আমি দরিদ্র পরিবারের সন্তান। সম্বলহীন বাবা। পড়ালেখার খরছ যোগাতে আমার পরিবার সব সময় হিমশিম খেত। এসবের মধ্য দিয়েও হাল ছাড়িনি। নিজে নিজে চেষ্টা করে এ পর্যন্ত এসেছি। পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা ও বন্ধু-বান্ধবদের অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বেশী। আর তাদের অবদানেই আজকের ‘দ্বিপন রঞ্জন দাস’ হতে পেরেছি।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ