বিস্তারিত
  • পরিবারের দাবি প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সিরাজ মিয়া মৃত‌্যুবরণ করেন


    বিশ্বনাথ বিডি ২৪ || 12 July, 2020, 11:41 AM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ- বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল আহমদের পিতা সিরাজ মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের সময় নিজ বাড়িতে তিনি মারা যান। রাত ১০টায় জানাযার নামাজ শেষে রাজবাড়ীস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। সিরাজ মিয়ার পরিবারের দাবি-প্রতিপক্ষের হামলায় আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত‌্যু হয়েছে। সিরাজ মিয়ার পুত্র রাসেল আহমদ বলেন, দোকানের পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের মৃত রশিদ আলীর পুত্র কছির আলীর সঙ্গে বিরোধ চলে আসছিল তাদের। ওই বিরোধের জের ধরেই গত ৯ মার্চ রাতে প্রতিপক্ষের লোকজনদের হামলায় আহত হন তার পিতা সিরাজ মিয়া, মাতা পিয়ারা বেগম, ভাই ফয়সল আহমদ, রুবেল আহমদ ও রাসেল আহমদ। এঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের লোকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে সিরাজ মিয়া পক্ষের লোকজনকে অভিযুক্ত করে পাল্টা মামলা দায়ের করেন প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর থেকে কয়েক দফায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গুরুতর আহত সিরাজ মিয়া। কিন্ত তার শারীরিক অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা না থাকায় চিকিৎসকদের পরামর্শে শুক্রবার হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং বিকেলে তিনি মৃত‌্যুবরণ করেন। ওই হামলায় আহত হয়েই সিরাজ মিয়ার মৃত‌্যু হয়েছে বলে দাবি করেন নিহতের পুত্র রাসেল আহমদ। এব‌্যাপারে সিরাজ মিয়ার দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই ফজলু মিয়া বলেন, মৃত‌্যুর সংবাদ পেয়ে আমি সিরাজ মিয়ার বাড়িতে গিয়ে লাশের ময়না তদন্তের জন‌্য তার পরিবারকে বলি। কিন্ত এতে অসম্মতি জানান তার পরিবারে লোকজন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ