বিস্তারিত
  • বিদ্যালয়ের হিসেব চাওয়ার চাপে বিশ্বনাথে অফিস সহকারির মৃত্যুর অভিযোগ


    বিশ্বনাথ বিডি ২৪ || 08 July, 2020, 2:55 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ- বিদ্যালয়ের অফিস সহকারির কছে বারবার বিদ্যালয়ের কমিটির নেতৃবৃন্দ হিসেব চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আইনীভাবে অফিস সহকারির কাছে বিদ্যালয়ের হিসেব চাওয়া যুক্তিসঙ্গত না হলেও বারবার বিদ্যালয়ের হিসেব চান এবং চাপ প্রয়োগ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিটির নেতৃবৃন্দ। এমন চাপের কারণে ও অপমানের বার সহ্য করতে না পারায় বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অফিস সহকারী ও সহকারি শিক্ষিকা আসমা শিকদার সিমলা অপমানের বার সহ্য করতে না পারায় আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। আসমা শিকদার আটপাড়া গ্রামের ফিরোজ মিয়া শিকদারের মেয়ে।

    নিহতের স্বামী ফজলুর রহমান বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিদ্যালয়ের গভর্নিং বডির দুই/তিন জন সদস্যে চাপে আমার স্ত্রী আসমা শিকদার সিমলা মারা গেছেন। তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও এ প্রতিবেদককে জানান। নিহতের ভাই যুক্তরাজ্য প্রবাসী স্বপন শিকদার বলেন, কমিটির নেতৃবৃন্দ বারবার আমার বোনকে বিদ্যালয়ের হিসেব দিতে চাপ প্রয়োগ করেন। তাকে অপমান করেন। যার কারণে আমার বোন অপমানের চাপ সহ্য করতে না পারায় তিনি মৃত্যু বরণ করেন। আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ বলেন, বিদ্যালয়ের হিসেব দিতে কোন সময়ই আমরা আসমা বেগম সিমলাকে চাপ দেইনি। তার কাছে হিসেব চাওয়া যুক্তিসঙ্গত নয়। কারণ তিনি বিদ্যালয়ের অফিস সহকারি। হিসেব চাইলে আমরা সাবেক সভাপতি অথবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে চাইতে পারি। আমাদের উপর আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবী করেন। আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হাসিমের মুঠোফোনে বারবার যোগাযোগ করে ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেব বলেন, এ ধরনের কোন ম্যাসেজ আমার কাছে আসেনি। তারপরও খোঁজ নিয়ে দেখব। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, বিদ্যালয় কমিটির চাপে বিদ্যালয়ের অফিস সহকারী মারা যাওয়ার একটি মৌখিক অভিযোগ পেয়ে বিষয়টি আমি তদন্ত করে দেখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজামান বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখব।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ