বিস্তারিত
  • সংসদ সদস‌্য মোকাব্বির খান করোনামুক্ত


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 July, 2020, 3:37 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ-কোভিড ১৯ (করোনা ভাইরাস) জয় করেছেন সিলেট -২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। গত ২১ জুন তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর নেম ভবনে ১৪ দিনের আইসোলেশন সম্পন্ন হওয়ার পর গত রোববার সিএমএইচে করোনা ভাইরাস শনাক্তের আবার নমুনা দিলে (৫ জুলাই) সোমবার রিপোর্ট নেগেটিভ আসে।এমপি মোকাব্বির খান বলেন, তাঁর রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেছেন এবং তাঁর সুস্থ্যতা চেয়ে যারা নিজ নিজ ধর্মীয় মতে দোয়া-প্রার্থনা করেছেন, তাঁকে চিকিৎসা সেবা দিয়েছেন, সাহস ও মনোবল জুগিয়েছেন, তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে এই মহামারী ও আগামী দিনের অর্থনৈতিক মহামন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিন আরো বলেন, সকলের দোয়ায় পাওয়া নতুন জীবন আমি মানুষের কল্যানে উৎসর্গ করলাম। এক বিবৃতিতে বলেন, মোকাব্বির খান এমপি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর আমার সংসদীয় এলাকা বিশ্বনাথ ও ওসমানীনগরে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের মধ্যে আমার প্রতি যে ভালোবাসা এবং আমার স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ-উৎকন্ঠা দেখেছি, আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে তা শুধু আমার মনোবলই বাড়ায়নি, আল্লাহর অশেষ কৃপায় মানুষের ভালোবাসার শক্তির কাছে পরাস্ত হয়েছে কোবিড-১৯। কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার প্রথম কয়েক দিন নিজ বাসায় চিকিৎসাধীন ছিলাম। কিন্তু এক সময় শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটলে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হসপিটালে। এরপর আমার সংসদ নেত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগিতায় আমাকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার আওতায় নেয়া হয়। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ ও ঋণী। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকতাদের প্রতি, সেনাবাহিনী ও সামরিক হাসপাতালের পদস্থ কর্মকর্তাদের প্রতি, সর্বোপরি আমার চিকিৎসায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স, এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত সর্বস্তরের কর্মীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরাও আমার সুস্থ্যতা কামনা করেছেন। এমপি মোকাব্বির খান বলেন, আমার প্রতি বিশ্বনাথ-ওসমানী নগরের দলমত নির্বিশেষে সকল মানুষের ভালোবাসা দেখে আমার এই উপলব্ধি হচ্ছে যে, কোন লাভ-লোভের উর্ধে থেকে মানুষের জন্য কল্যানধর্মী রাজনীতি করলে, তাদের ভালোবাসা পেতে, তাদের হৃদয়ে জায়গা করে নিতে বেশি সময় লাগেনা। বঙ্গবন্ধু যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে স্বাধীনতা এনেছিলেন, তেমনি আজ তাঁরই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে উদ্যোগী হবেন এবং সবাইকে নিয়ে সবার মতামত ও অংশগ্রহণে বর্তমান সংকট মোকাবেলায় সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে আশা করছি।

    উল্লেখ্য, গত ১৫ জুন তাঁকে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে করোনা ভাইরাস রিপোর্ট পজেটিভ আসে। এরপর সেখানে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন তাঁর অবস্থার উন্নতি হলে তিনি ঢাকা নেম ভবনের বাসায় ফিরে ১৪ দিনের আইসোলেশনে ছিলেন।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ