বিস্তারিত
  • ৩৮ তম বিসিএস ক্যাডারে উর্ত্তীণ বিশ্বনাথের দ্বিপন চন্দ্র দাস


    বিশ্বনাথ বিডি ২৪ || 01 July, 2020, 5:12 PM || বিশ্বনাথ


    তজম্মুল আলী রাজুঃ- দরিদ্র পরিবার। পরিবারের টানাপোড়ন লেগেই ছিল। বাবারও নেই কোন সম্ভল। পরিবার চলে খুবই কষ্টে। এসবের মধ্যেই চালিয়ে যেতে হয়েছিল দ্বিপন চন্দ্র দাসের পড়ালেখা। নিজে নিজে চেষ্ঠা করে আজ ৩৮ তম বিসিএস ক্যাডারে উন্নীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের গন্ধারকাপন গ্রামের অদ্বৈত্য চন্দ্র দাসের পুত্র দ্বিপন চন্দ্র দাস। ২০০৫ সালে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৭ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০১১ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি-ইন-এগ্রিকালচারে অনার্স ও ২০১৩ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি সম্প্রসারণ শিক্ষায় মাষ্টার্স পাস করেন। মেধাবী শিক্ষার্থী দ্বিপন চন্দ্র দাস বর্তমানে ৩৮ তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীণ হয়ে বন বিভাগে সহকারি বন সংরক্ষণ হিসেবে মনোনীত হয়েছেন। দ্বিপন চন্দ্র দাস বর্তমানে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ষ্ট্যান্ডার্ড ব্যাংকের অ্যাসিষ্ট্যান্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। দ্বিপন চন্দ্র দাস জানান, আমি দরিদ্র পরিবারের সন্তান। সম্বলহীন বাবা। পড়ালেখার খরছ যোগাতে আমার পরিবার সব সময় হিমশিম খেত। এসবের মধ্য দিয়েও হাল ছাড়িনি। নিজে নিজে চেষ্টা করে আজ এ পর্যন্ত এসেছি। তিনি বলেন, পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক/শিক্ষিকা ও বন্ধু-বান্ধবদের অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বেশী। তাদের অবদানে আজ আমি দ্বিপন চন্দ্র দাস।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ