বিস্তারিত
  • ব্যবসায়ীর উপর হামলা:প্রতিবাদে আল-হেরা শপিং সিটি ব্যবসায়ীদের মানববন্ধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 06 June, 2020, 4:47 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-বিশ্বনাথ উপজেলা শহরের আল-হেরা শপিং সিটির মাহমুদা ফ্যাশনের স্বত্তাধিকারী তরুণ ব্যবসায়ী রুসেল মিয়ার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীর শাস্তির দাবিতে মানববন্ধ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আল-হেরা শপিং সিটির ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়। আল-হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও ব্যবসায়ী রাসেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ব্যবসায়ী জুয়েল আহমদ, আতাউর রহমান স্বপন, লিটন মিয়া ও আহত রুসেল মিয়ার ছোটভাই রাসেল মিয়া। মানববন্ধনে ব্যবসায়ী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, আব্দুল মুকিত, জুবেল আহমদ, সাইদুল ইসলাম, রাহাত মিয়া, রুবেল আহমদ, রফিক মিয়া, বশির আহমদ, রুহেল মিয়’সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদুল ফিতরের পর দিন রাতে নিমন্ত্রণ পেয়ে বন্ধুর বাড়ি বেড়াতে যান রুসেল মিয়া। সেখানে যাওয়ার পর চা ও কোমল পানীর সাথে চেতনানাশক পান করানো হলে সজ্ঞাহীন হয়ে পড়েন রুসেল। তখন তাকে বাড়ির পার্শ্ববর্তী মাজারের বৈঠকখানায় নিয়ে যাওয়া হয় এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মাথা ও গলায় গুরুত্বর জখম করা হয়। এঘটনায় পরদিন রুসেলের চাচা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করলে রাজু খান (২৪) নামের এক যুবককে আটক করে থানা পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর রুশন খানের ছেলে। আহত রুসেল ও আটক রাজু পরস্পর বন্ধু হয়। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ