বিস্তারিত
  • বিশ্বনাথে র‌্যাবের হাতে মানবপাচারকারী রফিক গ্রেফতার


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 June, 2020, 4:54 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ঃ- লিবিয়ার ‘ভয়ঙ্কর’ মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য বিশ্বনাথের দালাল রফিক ইসলাম (৫৮)’কে অবশেষে গ্রেফতার করতে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের মৃত চমক আলীর পুত্র। তার বিরুদ্ধে ৮টি মানবপাচার মামলা রয়েছে। দালাল রফিকের মাধ্যমে স্বপ্নের দেশ ইতালীর পথে গিয়ে গত বছরের মে মাসে ভুমধ্যসাগরে ডুবে মারা যায় অনেক সিলেটী যুবক। সব জেনে-শুনেই হাসিমুখে তরতাজা যুবকদের ইউরোপে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয় রফিক। এরপরও লিবিয়া পৌছালে জিম্মি করা হয় যুবকদের। বন্দি থাকা স্বজনের মৃত্যু ঠেকাতে সিলেটের রফিকের হাতেই তুলে দেওয়া হয় মুক্তিপণের টাকা। সেই টাকা রফিক হুন্ডির মাধ্যমে পাঠায় লিবিয়া। ওখানে রয়েছে তার ছেলে পারভেজ। সেও লিবিয়ার মানবপাচারকারী মাফিয়াদের একজন। তার মাধ্যমেই বাংলাদেশে মানবপাচার চক্রের গড়ে তুলে রফিক। মামলা দায়েরের পর থেকে পলাতককালে ঢাকায় ছিলো রফিক। সেখানে বসেই দেশজুড়ে মানবপাচারের নেটওয়ার্ক গড়ে সে। ঈদ পালন করতে সম্প্রতি বাড়িতে আসে আসলে সোমবার (১ জুন) বিকেলে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর সোমবার রাতেই তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন। এদিকে, ভুমধ্যসাগরের চিরতরে হারিয়ে যাওয়া রেজওয়ানুল ইসলাম খোকনের ভাই রেজাউল ইসলাম রাজু সাংবাদিকদের বলেন, আমরা জান ও মাল সব হারালাম। এখন বাকী শুধু বিচার। এই বিচার হলেই আমরা খুশী হবো। আমরা চাই-আর কোনো মায়ের কোল যেনো খালি না হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ