বিস্তারিত
  • বিশ্বনাথের মির্জারগাঁও গ্রামে ৫ বাড়ি লকডাউন


    || 26 May, 2020, 5:21 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:- করোনা পজেটিভ হওয়া বিশ্বনাথ উপজেলার লামকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের হাফিজ আনসারুল হকের বাড়ি ও আশপাশের আরো ৪টি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে মির্জারগাঁও গ্রামে করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশের আরো ৪টি বাড়িসহ মোট ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করার সময় ইউএনও’র সাথে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম মেম্বার ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বাড়ি লকডাউন ঘোষণা করার পর করোনা আক্রান্ত ব্যক্তিকে মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসোলেশনে রাখা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। উল্লেখ্য, গত ২২ মে করোনা টেস্টের জন্য হাফিজ আনসারুল হক ও তার দুই ভাইয়ের নমুনা প্রেরণ করা হয়। ২৩ মে শনিবার টেস্টের রিপোর্ট আসার পর জানা গেছে তিন ভাইয়ের মধ্যে শুধুমাত্র আনসারুল হক করোনা পজেটিভ হয়েছেন এবং বাকী দুজনের রির্পোট নেগেটিভ এসেছে। ধারণা করা হচ্ছে আনসারুল হক ঢাকা থেকে আগত তার ভাইদের মাধ্যমেই আক্রান্ত হয়েছেন। আর ভাইদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকায় করোনা তাদের শরীরে প্রভাব ফেলতে পারেনি। বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে ৫টি বাড়ি লকডাউন ও করোনা আক্রান্তকে স্কুলে আইসোলেশনে রাখার সত্যতা স্বীকার করেছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ