বিস্তারিত
  • কানাডায় বিশ্বনাথের সূমন আহমদের ডিগ্রী লাভ


    বিশ্বনাথ বিডি ২৪ || 23 May, 2020, 3:43 AM || বিশ্বনাথ


    রফিকুল ইসলাম জুবায়ের:- কানাডার আইল‍্যান্ড থেকে বিশ্বনাথের মেধাবী ছাত্র মো. সূমন আহমদ ব‍্যাচেলর অফ বিজনেস এ‍্যাডমিনিস্ট্রেশন ডিগ্রী অর্জন করেছে। গত ৮ মে সে কানাডার ইউনিভার্সিটি অব প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড থেকে এই ডিগ্ৰী লাভ করে। মো. সুমন আহমদ বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের হাজী রমিজ আলী ও আমিরুন নেছা দম্পতির পুত্র এবং বিশ্বনাথ দলিল লেখক সমিতির সভাপতি মো. কলমদর আলীর ভাগিনা। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী সুমন বিশ্বনাথের স্থানীয় হযরত ওমর ফারুক (র.) একাডেমী থেকে ৫ম শ্রেণীতে সরকারী টেলেন্টপুলে বৃত্তি পেয়ে সিলেটের সানিহিল ইন্টারন‍্যাশনাল স্কুল এন্ড কলেজে ভর্তি হয় এবং সেখান থেকে ব্রিটিশ কারিকুলামের মাধ্যমে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমায় সূদূর কানাডায়। আর সেখানে সাম্প্রতিক সময়ে বিশ্বনাথের প্রথম কোন ছাত্র হিসেবে কৃতিত্বপূর্ণ এই ফলাফল অর্জন করে নিজ গ্রাম তথা পুরো বিশ্বনাথ উপজেলাবাসীকে গৌরবান্বিত করেছে। সে ৪.০০ পয়েন্টের মধ্যে ৩.৮০ পয়েন্ট অর্জন করে অসাধারণ সাফল্য পায়। সুমন ভবিষ্যতে চার্টার্ড একাউন্টেন্ট হতে চায়। তার ছোট নাম সিপন আহমদও কানাডায় বায়োও টেকনোলজি নিয়ে পড়তেছে। ভবিষ্যত সাফল্যের জন্য তারা দেশবাসীর দোয়া চায়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ