বিস্তারিত
  • বিশ্বনাথ ও ওসমানীনগরে নূরে মদিনা ফাউন্ডেশন ইউকের ত্রাণ বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 05 April, 2020, 8:14 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-প্রানঘাতি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় নূরে মদিনা ফাউন্ডেশন ইউ.কে ত্রাণ বিতরণ করেছে । রবিবার (৫এপ্রিল) দুপুরে দু’টি উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীগুলো ও নগদ টাকা নিয়ে ঘরে ঘরে গিয়ে পৌছে দেন নূরে মদিনা ফাউন্ডেশন ইউ.কে’র বাংলাদেশ প্রতিনিধি ও অন্যান্য সদস্যরা।
    দু’টি উপজেলারই অনেক দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে যারা দিন মজুরী করে দিনে এনে দিনে খাই। প্রানঘাতি করোনা ভাইরাস দূর্যোগ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি নূরে মদিনা ফাউন্ডেশন ইউ.কে’র এ উদ্যেগ কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আশাবাদী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণকালে সকলকে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বাহির না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে এবং করোনা থেকে সুরক্ষা পেতে সকলকে মাক্স ও হাইজিনিক সামগ্রির ব্যবহারের পাশাপাশি ১ মিটার দুরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে। ত্রাণ বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন ও ১ কেজি পেয়াজ নগদ টাকা (২০০ থেকে ৫০০) টাকা।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ