বিস্তারিত
  • বিশ্বনাথে ওয়ার্ডবাসীর মধ্যে ইউপি সদস্যের স্যাবলন-সাবান-মাস্ক-লিফলেট বিতরণ


    বিশ্বনাথ বিডি ২৪ || 25 March, 2020, 6:35 PM || বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪ :-করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে নিজ ওয়ার্ডবাসীর মধ্যে মঙ্গলবার ব্যক্তিগত উদ্যোগে ‘স্যাবলন-ডেটল সাবান-মাস্ক-লিফলেট’ বিতরণ করেছেন উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার রফিক হাসান। এছাড়া নিজ ওয়ার্ডসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়।
    মঙ্গলবার দুপুর থেকে ওয়ার্ডে থাকা ১৫টি মসজিদে ‘স্যাবলন-ডেটল সাবান-মাস্ক-লিফলেট’ বিতরণের পাশাপাশি জনসাধারণের মাঝে মাস্ক-লিফলেট বিতরণ করেন। ওয়ার্ডের সর্বত্র মাইকিং করার সময় করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণের করণীয় সম্পর্কে অবহিত এবং সদ্য দেশে ফেরা প্রবাসীদেরকে হোম কোয়ারাইন্টেনে থাকার আহবান করা হয়।
    উপজেলার সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের মেম্বার রফিক হাসানের সভাপতিত্বে জনসাধারণের মধ্যে স্যাবলন-ডেটল সাবান-মাস্ক-লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান, এএসআই শামছুল হুদা, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু প্রমুখ নেতৃবৃন্দ।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ