বিস্তারিত
  • ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্ভোধন


    বিশ্বনাথ বিডি ২৪ || 02 March, 2020, 6:06 PM || খেলাধুলা, বিশ্বনাথ


    বিশ্বনাথ বিডি ২৪:-বিশ্বনাথে আউট ডোর জুনিয়র-সি ব্যাডমিন্টন প্রতিযোগীতা-২০২০ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ১১টায় উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজারের পশ্চিমের মাঠে উদ্ভোধনী সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী হাজী আনোয়ার হোসেন আঙ্গুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ। তরুণ খেলোয়ার শাকিল সামাদ, শেখ মুন্না মিয়া, শেখ ডালিম সামাদ ও শেখ ইকবাল হোসেন’র আয়োজনে ধারাভাষ্যকার মুনাঈম আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ক্রীড়া সংগঠক, আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সভাপতি লিতু খান।
    সভায় বক্তারা বলেন, ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ। খেলাধুলা মনকে সচেতন করে তোলে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষা অপরিহার্য তেমনি মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বও অপরিসীম। খেলাধুলা অপরাধ কর্মকান্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখে। সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার আলী।
    এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়া, সানুর আলী, সাহেদ আহমদ, জুয়েল সামাদ, শেখ মান্না মিয়া, হুসাইন আহমদ মুন্না, শুয়াইবুর রহমান, সেকু মিয়া, রাজু আহমদ, রাসেল আহমদ, নভেল সামাদ প্রমুখ।
    আলোচনা সভা শেষে অতিথি ও খেলোয়ারদের সাথে নিয়ে প্রতিযোগীতার শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এসকে মুন্না-জুটি বনান ইসলাম উদ্দিন জুটি’র মধ্যে উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়।



সর্বশেষ খবর


নিউজ খুঁজুন
আর্কাইভ
ফেইসবুক পেইজ